Vignet Push notification
Beauty Tips

রাতারাতি ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় । প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে ফর্সা হওয়ার

রাতারাতি ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

আজকে আমরা জানবো রাতারাতি ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় ও প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় সম্পর্কে। ত্বক ফর্সা হবার জন্য আমরা কত কি না করি । বিভিন্ন কসমেটিক পণ্য ব্যাবহার করি । কত শত টাকা খরচ এসব পণ্য কিনতে । তার উপর ভেজাল তো আছেই ।

তাই আপনি চাইলে ঘরোয়া ভাবে বানিয়ে নিতে পারেন ত্বক ফর্সা হবার প্যাক । খুব অল্প কিছু উপাদান দিয়েই বানাতে পারেন ত্বক ফর্সা হবার ফেস প্যাক ।

রাতারাতি ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়. প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে

আসুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন ত্বক ফর্সা হবার ফেস প্যাক । আজকে দেখবো ত্বক ফর্সা করার কয়েক রকম ফেস প্যাক ।

প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়

রাতারাতি ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় ফেস প্যাক ১ :

টমেটো ফেস প্যাক :

উপাদান :

১। টমেটো ২ চা চামচ

২। বেসন ১ চা চামচ

৩। চালের গুড়া ১/২ চা চামচ

৪। তরল দুধ ২ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিশিয়ে নিন । এবার প্যাকটি মুখে লাগিয়ে নিন ভালোভাবে । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি যাদের স্কিনে তেল তেল ভাব আছে তারা ব্যাবহার করবেন ।

তেল ভাব কমানোর সাথে সাথে এটি আপনার ত্বক উজ্জ্বল করবে । সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যাবহার করবেন ।

রাতারাতি ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় ২ :

2 রাতারাতি ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

হলুদ ফেস প্যাক

উপাদান :

১। বেসন ১ চা চামচ
২। হলুদের গুড়া ১ চা চামচ
৩। লেবুর রস ১/২ চা চামচ
৪। মধু ১ চা চামচ
৫। দই ২ চা চামচ

উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । ২০ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি যারা স্কিন উজ্জ্বল করতে চান তাদের জন্য ।

এই প্যাকটি স্কিন উজ্জ্বল করার সাথে আপনার মুখে দাগও দুর করতে সাহায্য করবে । সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যাবহার করবেন এই প্যাকটি ।

=========

=========

রাতারাতি ত্বক ফর্সা হওয়ার ঘরোয়া উপায় ফেস প্যাক ৩ :

3 রাতারাতি ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়. প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে ফর্সা হওয়ার

কফি ফেস প্যাক :

উপাদান :

১। কফি ২ চা চামচ
২। বেসন ১ চা চামচ
৩। দই ২ চা চামচ
৪। লেবুর রস ২ বা ৩ ফোটা

উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করেন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে । ভালো রেজাল্ট পেতে সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যাবহার করবেন এই প্যাকটি ।

প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় ফেস প্যাক ৪ :

মধুর ফেস প্যাক :

ক ) উপাদান :

১। মধু ২ চা চামচ
২। হলুদের গুড়া ১/২ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । ২০ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যাবহার করুন ।

খ ) উপাদান :

১। মধু ১ চা চামচ
২। টক দই ১ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন । এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । এটা ব্যাবহারে ফেস কোমল , উজ্জ্বল হবে । সপ্তাহে ৩-৪ দিন ব্যাবহার করবেন ভালো ফলাফল পেতে ।

প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় ফেস প্যাক ৫ :

প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে ফর্সা হওয়ার

নিম ফেস প্যাক ।

ক ) উপাদান :

১। নিম পেস্ট ২ চা চামচ
২। চালের গুড়া ১ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন । শুকিয়ে এলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

এই প্যাকটি ব্যাবহারে মুখের ময়লা উঠে আসবে ও ত্বক উজ্জ্বল করবে । ভালো ফলাফল পেতে সপ্তাহে ২-৩ দিন ব্যাবহার করবেন ।

খ ) উপাদান :

১। নিম পেস্ট ২ চা চামচ
২। মুলতানি মাটি ১ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে হালকা পানি হাতে লাগিয়ে মুখে ম্যাসাজ করুন । এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

এটি ব্যাবহারে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে । সাথে মুখে দাগও চলে যাবে । ভালো ফলাফলের জন্য সপ্তাহে ৩-৪ দিন ব্যাবহার করবেন ।

গ ) উপাদান :

১। নিমের রস ২ চা চামচ
২। অ্যালোভেরা জেল ১ চা চামচ
৩। হলুদের গুড়া ১/২ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করুন । এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি ব্যাবহারে মুখের Acne চলে যাবে । ফেস হবে উজ্জ্বল ও দাগমুক্ত । ভালো ফলাফলের জন্য সপ্তাহে ৩-৪ দিন ব্যাবহার করবেন ।

==========

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন

==========

প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে ফর্সা করার ঘরোয়া উপায় ফেস প্যাক ৬ :

রাতারাতি ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়. প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে

কফি ফেস প্যাক :

ক ) উপাদান :

১। কফি পাউডার ১ চা চামচ
২। চিনি ১ চা চামচ
৩। গোলাপ জল

উপাদান গুলো ভালোভাবে মিশিয়ে নিন । খেয়াল রাখবেন চিনি যাতে না গলে । চিনিটা দানা দানাই থাকবে । এবার হাতে প্যাকটি নিয়ে মুখে হালকা ভাবে লাগিয়ে নিন । ৫-১০ মিনিট ম্যাসাজ করুন ।

এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । মুখের মরা চামরা উঠে আসবে । এই প্যাকটি ব্যাবহারে আপনার ত্বক উজ্জ্বল ও কোমল হবে ।

মুখের দাগও কমবে । ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২ দিন ব্যাবহার করবেন এই প্যাকটি ।

খ ) উপাদান :

১। কফি পাউডার ১ চা চামচ
২। বেসন ১ চা চামচ
৩। টক দই ১ চা চামচ
৪। মধু ১ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয় ফেলুন । এই প্যাকটি ব্যাবহারে ত্বক ফর্সা হয় , কোমল হয় , ফেস এর দাগ দুর হয় । সপ্তাহে ২-৩ দিন ব্যাবহার করতে পারেন এই প্যাকটি ।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page