Beauty Tips

মুলতানি মাটির ফেসপ্যাক উপকারিতা । মুলতানি মাটি ব্যবহারের নিয়ম

আজকে আমরা জানবো মুলতানি মাটির ফেসপ্যাক , মুলতানি মাটির উপকারিতা ও মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে । মুলতানি মাটি ব্যবহারের নিয়ম ও এর কার্যকারিতা সম্পর্কে ।

প্রথমে জেনে নেওয়া যাক মুলতানি মাটির উপকারিতা সম্পর্কে ।

মুলতানি মাটির উপকারিতা  :

মুলতানি মাটি ত্বকের জন্য অনেক উপকারি । মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল বের করে আনে , ত্বকের কালো দাগ দুর করে ও ত্বককে মসৃণ করে । বহু কাল ধরেই মুলতানি মাটির ব্যবহার হয়ে আসছে ।

মুলতানি মাটির ফেসপ্যাক উপকারিতা ও ব্যবহার । মুলতানি মাটি ব্যবহারের নিয়ম

মুলতানি মাটির ফেসপ্যাক উপকারিতা ও ব্যবহার । মুলতানি মাটি ব্যবহারের নিয়ম

মুলতানি মাটি দিয়ে বিভিন্ন ফেসপ্যাক বানিয়ে মুখে লাগিয়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারেন । মুলতানি মাটিতে আছে একটি বিশেষ উপাদান যার ফলে আপনার ফেস এর সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ।

নিয়মিত ব্যাবহারের ফলে আপনার ফেস উজ্জ্বল , দাগহীন , মসৃণ হবে । দুই একবার ব্যবহারের ফলে আপনি নিজেই পার্থক্য বুজতে পারবেন আপনার ফেস এর ।

আসুন কীভাবে মুলতানি মাটি ব্যবহার করবেন তার কিছু ফেসপ্যাক সম্পর্কে বলবো । চলুন দেখে নেওয়া যাক কয়েক প্রকার মুলতানি মাটির ফেসপ্যাক ।

মুলতানি মাটির ফেসপ্যাক ১  :

যাদের ফেসে অতিরিক্ত ময়লা জমে । তারা ফেসের ময়লা পরিষ্কারের জন্য এই প্যাকটি ব্যাবহার করতে পারেন ।

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির উপাদান । মুলতানি মাটির ব্যবহার ফেসপ্যাক

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির উপাদান । মুলতানি মাটির ব্যবহার ফেসপ্যাক । 2

 

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির উপাদান  :

১। ১ টেবিল চামচ মুলতানি মাটি
২। গোলাপজল ১ চা চামচ
৩। কাঁচা দুধ ২ চা চামচ

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরী ও প্রস্তুত প্রণালী  :

সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিন । এবার ফেস এ লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে ৩ – ৪ দিন ব্যবহার করবেন ।

মুলতানি মাটির ফেসপ্যাক ২  :

যাদের খুব বেশি ডার্ক সার্কেল আছে তাদের জন্য এই প্যাক ।

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির উপাদান  :

১। আলুর রস ১ চা চামচ
২। লেবুর রস ১/২ চা চামচ
৩। মুলতানি মাটি ১/২ চা চামচ

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরী ও প্রস্তুত প্রণালী :

তিনটি উপাদান ভালোভাবে মিক্স করে নিবেন । চোখের নিচে দিয়ে ৫ – ১০ মিনিট পর্যন্ত রাখবেন । এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে ২ – ৩ বার ব্যবহার করবেন ।

==========

আরও পড়ুন মধু দিয়ে ঘরোয়া ফেসিয়াল করার নিয়ম

==========

মুলতানি মাটির ফেসপ্যাক ৩  :

যাদের ফেস এক শেড ( glow ) করতে চান তাদের জন্য এই প্যাক ।

মুলতানি মাটির উপকারিতা । মুলতানি মাটি ব্যবহারের নিয়ম

মুলতানি মাটির উপকারিতা । মুলতানি মাটি ব্যবহারের নিয়ম ।

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির উপাদান  :

১। মুলতানি মাটি ১ চা চামচ
২। বেসন ১/২ চা চামচ
৩। কাঁচা তরল দুধ ২ টেবিল চামচ

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরী ও প্রস্তুত প্রণালী :

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । মুখে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করে ১০ মিনিট রেখে দিন । এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে ৩ – ৪ দিন এই প্যাক লাগাতে পারেন ।

মুলতানি মাটির ব্যবহার ফেসপ্যাক ৪  :

যাদের মুখে খুব বেশি pimples ও দাগ আছে তারা এই প্যাকটি ব্যাবহার করতে পারেন ।

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির উপাদান  :

১। নিম পেস্ট ১ চা চামচ
২। মুলতানি মাটি ১ চা চামচ
৩। গোলাপজল পরিমান মতো

মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার ও প্রস্তুত প্রণালী :

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার ফেস এ লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে ১ – ২ দিন ব্যাবহার করবেন ।

==============

==============

মুলতানি মাটির ব্যবহার ফেসপ্যাক ৫  :

যাদের ফেস তেলাক্ত তারা এই ফেসপ্যাক ব্যাবহার করতে পারেন ।

মুলতানি মাটির উপকারিতা । মুলতানি মাটি ব্যবহারের নিয়ম

মুলতানি মাটির উপকারিতা । মুলতানি মাটি ব্যবহারের নিয়ম । 2

 

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির উপাদান  :

১। মুলতানি মাটি ২ টেবিল চামচ
২। গোলাপজল পরিমান মতো
৩। লেবুর রস ১ চা চামচ

মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার ও প্রস্তুত প্রণালী :

এই উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার পুরো ফেসে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত । এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে ২ – ৩ দিন ব্যবহার করবেন ।

মুলতানি মাটির ব্যবহার ফেসপ্যাক ৬  :

যাদের ফেস অনেক ড্রাই তারা এই ফেসপ্যাক টি ব্যবহার করতে পারেন ।

মুলতানি মাটির ফেসপ্যাক বানানোর উপাদান  :

১। মুলতানি মাটি ২ টেবিল চামচ
২। কাঁচা তরল দুধ ২ টেবিল চামচ
৩। মধু ১ চা চামচ
৪। বাদামের তেল ১ চা চামচ

মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার ও প্রস্তুত প্রণালী :

সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে রাখুন । ২০ থেকে ২৫ মিনিট রেখে শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে নিন । এই প্যাকটি সপ্তাহে ২ – ৩ দিন লাগাতে পারেন ।

মুলতানি মাটি ব্যবহারের নিয়ম ফেসপ্যাক ৭  :

যাদের ফেস অনেক ড্রাই ও ফেস থেকে মরা চামড়া উঠে তাদের জন্য এই ফেসপ্যাক ।

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির উপাদান । মুলতানি মাটির ব্যবহার ফেসপ্যাক ।

মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির উপাদান । মুলতানি মাটির ব্যবহার ফেসপ্যাক ।

মুলতানি মাটির ফেসপ্যাক বানানোর উপাদান  :

১। মুলতানি মাটি ২ টেবিল চামচ
২। চালের গুড়া ১ টেবিল চামচ
৩। মধু ১ চা চামচ
৪। গোলাপজল পরিমান মতো

মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারের নিয়ম ও প্রস্তুত প্রণালী :

সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিন । এবার ভালোভাবে ফেস এ লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে হালকা একটু পানি হাতে লাগিয়ে ফেস এ ম্যাসাজ করুন । দেখবেন মুখের মরা চামড়া গুলো উঠে আসবে ।

এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই ফেসপ্যাক টি ব্যবহারের পর মুখে একটা ভালো মশ্চারাইজার লাগিয়ে নিবেন । বিশেষ করে এই ফেসপ্যাক টি রাতে ব্যবহার করলে ভালো হয় । সপ্তাহে ২ – ৩ দিন ব্যবহার করুন ।

মুলতানি মাটি ব্যবহারের নিয়ম ফেসপ্যাক ৮ :

যাদের মুখে মধু , লেবুর রস , গোলাপজল ব্যবহার করতে পারেন না । তাদের জন্য সহজ একটি ফেসপ্যাক ।

মুলতানি মাটির ফেসপ্যাক বানানোর উপাদান  :

১। মুলতানি মাটি ১ টেবিল চামচ
২। কাঁচা তরল দুধ পরিমান মতো

মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারের নিয়ম ও প্রস্তুত প্রণালী :

উপাদান দুটি ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে নিন ভালোভাবে । ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে ৩ – ৪ দিন ব্যবহার করুন ।

মুলতানি মাটি ব্যবহারের নিয়ম ফেসপ্যাক ৯ :

যাদের মুখে অনেক বেশি কালচে দাগ আছে বা ফেস এ pimple এর দাগ বসে গেলে বা যারা একটু ফর্সা হতে চান তাদের জন্য এই ফেসপ্যাক ।

মুলতানি মাটির ফেসপ্যাক বানানোর উপাদান । মুলতানি মাটির ফেসপ্যাক তৈরী ও প্রস্তুত প্রণালী

মুলতানি মাটির ফেসপ্যাক বানানোর উপাদান । মুলতানি মাটির ফেসপ্যাক তৈরী ও প্রস্তুত প্রণালী

মুলতানি মাটির ফেসপ্যাক বানানোর উপাদান  :

১। মুলতানি মাটি ১ চা চামচ
২। মধু ১ চা চামচ
৩। কাঁচা তরল দুধ ১ চা চামচ
৪। কাঁচা হলুদ ১/২ চা চামচ
৫। দই ১ চা চামচ

মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারের নিয়ম ও প্রস্তুত প্রণালী :

এবার সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । এবার শুকিয়ে গেলে হাতে হালকা পানি লাগিয়ে মুখের ত্বকের উপর চেপে চেপে পানি লাগিয়ে নিন ।

এবার ভালোভাবে ম্যাসাজ করে নিন । এবার নরমাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন । সপ্তাহে ৩ দিন লাগাবেন এই ফেসপ্যাক টি ।

এইগুলো হলো অতি সহজে তৈরি মুলতানি মাটির ফেসপ্যাক , মুলতানি মাটির ব্যবহার বা মুলতানি মাটি ব্যবহারের নিয়ম । মুলতানি মাটির উপকারিতা ও কার্যকারিতা ।

আশা করি সবাই এই মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করে ভালো একটা ফলাফল পাবেন । আজ মুলতানি মাটির ফেসপ্যাক সম্পর্কে এই টুকুই । সামনে চুলের যত্নে মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে লিখবো ।

নিত্য নতুন টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে এ লাইক দিয়ে সাথে থাকুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page