Beauty Tips

অ্যালোভেরা জেল এর উপকারিতা । এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয়

অ্যালোভেরা জেল এর উপকারিতা অনেক । আজকে আমরা জানবো এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয় । অ্যালোভেরার জেল ত্বকের বিভিন্ন সমস্যা দুর করতে সাহায্য করে ।

অ্যালোভেরা জেল ত্বক এর পুষ্টি সরবরাহ করে । এটি ত্বকের ক্ষত , কালো দাগ , পোড়া দাগ দুর করতে সাহায্য করে । আরও ত্বকের ব্রণ দুর করতে সাহায্য করে । ত্বকের যেকোনো ইনফেকশন দুর করে ।

যুগ যুগ ধরে অ্যালোভেরার ব্যাবহার হয়ে আসছে রূপ চর্চায় । সবার কম বেশি পছন্দ অ্যালোভেরা জেল । অ্যালোভেরা জেল দিয়ে বিভিন্ন ফেস প্যাক বানিয়ে লাগাতে পারেন ।

অ্যালোভেরা জেল এর উপকারিতা

অ্যালোভেরা জেল এর উপকারিতা. এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয়

আসুন দেখে নেওয়া যাক অ্যালোভেরা জেল এর উপকারিতা, এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয় ও  কিভাবে অ্যালোভেরা জেল দিয়ে ফেস প্যাক বানাবেন ।

আজ এলোভেরা দিয়ে কয়েক রকম ফেস প্যাক বানানোর নিয়ম লিখব ।

অ্যালোভেরা জেল এর উপকারিতা ফেস প্যাক ১ :

১) অ্যালোভেরা জেল ২ চা চামচ ।
২) কাঁচা হলুদ ১/২ চা চামচ ।
৩) লেবুর রস ১/২ চা চামচ ।

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে ভালোভাবে লাগিয়ে ৫ মিনিট ম্যাসেজ করুন । ১০ থেকে ১৫ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ।

সপ্তাহে ৩ দিন ব্যাবহার করতে পারেন এই প্যাকটি । শুধু মুখে নয় চাইলে পুরো শরীরে ব্যাবহার করতে পারেন । এই প্যাকটি ব্যাবহারের ফলে মুখের বা শরীরের যে কোন কালো দাগ ও রোদে পোড়া দাগ দুর করে ।

=========

========

এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয় ফেস প্যাক ২ :

এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয়

অ্যালোভেরা জেল এর উপকারিতা. এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয়

অ্যালোভেরা ফেসিয়াল :

বাসায় বসে পার্লারের মতো ফেসিয়াল করা যায় । পার্লারে ব্যবহত পণ্যগুলো কেমিক্যাল থাকে অনেক । তাই বাসায় বানিয়ে নিতে পারেন ন্যাচারাল জিনিস ।

যেটা দিয়ে নিজে নিজেই করে নিতে পারেন ফেসিয়াল । আজ জানবো অ্যালোভেরা ফেসিয়াল সম্পর্কে । চলুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যালোভেরা ফেসিয়াল করা যায় ।

১) ফেসিয়ালের প্রথম ধাপ হল ফেস পরিষ্কার করা । যা যা লাগবে ফেস পরিষ্কার করতে ।

1. অ্যালোভেরা জেল ২ চামচ ।

2. কাঁচা দুধ ২ চামচ ।

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে ভালোভাবে ম্যাসেজ করে ধুয়ে ফেলুন । এতে করে আপনার মুখের মধ্যে যত ময়লা থাকবে সব উঠে আসবে ।

২) এবার দ্বিতীয় ধাপে একটি স্ক্রাবার বানাবো । এতে যা যা লাগবে ।

1. অ্যালোভেরা জেল ২ চা চামচ
2. লেবুর রস আধা চা চামচ
3. চালের গুড়া ১ চা চামচ

এবার তিনটি উপাদান ভালোভাবে মিক্স করে নিন । হাত বা ব্রাসের সাহায্যে মিশ্রণটি ভালভবে মুখে লাগিয়ে নিন ।

এবার ভালোভাবে ম্যাসাজ করে নিন । এতে করে মুখের ময়লা , মুখের মরা চামরা উঠে আসবে ।

৩) এবার তৃতীয় ধাপ । আমরা এবার ব্যাবহার করবো moisturizing । moisturizing বানাতে যা যা লাগবে ।

1.অ্যালোভেরা ১ চা চামচ
2.অলিভ অয়েল ১ চা চামচ

স্ক্রাব ব্যাবহারের ফলে ফেস এ একটা ড্রাই ভাব চলে আসে । এই কারণে moisturizing করাটা খুব বেশি দরকার । এতে করে ফেস অনেক সফট হয়ে যায় ।

৪) এবার আসবো চতুর্থ বা শেষ ধাপে । এই শেষ ধাপে একটা ফেস প্যাক বানাবো । এটি বানাতে যা যা লাগবে ।

1. অ্যালোভেরা জেল ২ চা চামচ ।

2. কাঁচা দুধ ২ চা চামচ ।
3. মুলতানি মাটি ১ চা চামচ ।
4. মধু ১ চা চামচ ।

এবার উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে ভালোভাবে লাগিয়ে নিন । মাক্সটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

খেয়াল করলে দেখবেন আপনার ফেস আগে থেকে অনেক সফট আর glow করতেছে ।

এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয় ফেস প্যাক ৩ :

অ্যালোভেরা জেল এর উপকারিতা

অ্যালোভেরা জেল এর উপকারিতা. এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয়

clear , glowing ও দাগমুক্ত ফেস পেতে এই প্যাকটি ব্যাবহার করবেন । প্যাকটি বানাতে যা যা লাগবে ।

1. এলোভেরা জেল ১ চা চামচ ।
2. টক দই ১ চা চামচ ।

উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার একটি ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে নিন । ৩০ মিনিট পর্যন্ত প্যাকটি মুখে লাগিয়ে রাখুন । ৩০ মিনিট হলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

এই প্যাকটি ব্যাবহারের ফলে ফেসের ময়লা চলে যাবে । মুখে কোন দাগ থাকলে সেটা চলে যাবে এবং ফেসে ফর্সা একটা ভাব আসবে । সপ্তাহে ২ দিন ব্যাবহার করবেন এই প্যাকটি ।

=======

=======

অ্যালোভেরা জেল এর উপকারিতা ফেস প্যাক ৪ :

এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয়

অ্যালোভেরা জেল এর উপকারিতা. এলোভেরা দিয়ে মুখের যত্ন কিভাবে নিতে হয়

clear এবং glowing স্কিন এর জন্য এই প্যাকটা ব্যাবহার করতে পারেন । এই প্যাকটি বানাতে যা যা উপাদান লাগবে ।

1. এলোভেরা জেল ২ চা চামচ ।
2. গ্লিসারিন ১ চা চামচ ।
3. হলুদের গুড়া ১/৪ চা চামচ ।
4. ভিটামিন ই ক্যাপসুল ১ টা ।
5. tree tea oil ৩ থেকে ৪ ড্রপ ।

উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিন । রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে নিন ক্রিম এর মতো । হালকা ম্যাসাজ করে নিন । সারা রাত এভাবে রেখে দিবেন । সকালে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন ।

এলোভেরা জেল ব্যাবহারের ফলে আপনার ত্বকের পরিবর্তন আপনি কয়েক দিনেই বুজতে পারবেন ।

নোট : অ্যালোভেরা পাতা ব্যাবহারের ফলে অনেকের ফেসে চুলকানি একটা ভাব হয় । এলোভেরা পাতা ব্যাবহারের আগে নরমাল পানিতে পাতাটি কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন । তারপর ব্যাবহার করবেন । দেখবেন কোন প্রকার চুলকানি ভাব আর হচ্ছেনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page