মধু দিয়ে ঘরোয়া ফেসিয়াল করার নিয়ম । মুখে মধু ব্যবহারে ত্বকের উপকারিতা
মধু দিয়ে ঘরোয়া ফেসিয়াল করার নিয়ম এবংমুখে মধু ব্যবহারে ত্বকের উপকারিতা
আজকে আমরা জানবো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে মধু দিয়ে ঘরোয়া ফেসিয়াল করার নিয়ম ও মুখে মধু ব্যবহারে ত্বকের উপকারিতা সম্পর্কে । রূপ চর্চায় মধুর ব্যাবহার অনেক যুগ ধরে হয়ে আসতাছে । খাবার হিসেবে মধুর গুন যেমন অনেক , তেমনি মধু স্কিনে ব্যাবহারের ফলেও অনেক উপকার পাওয়া যায় ।
মধু ব্যাবহারের ফলে স্কিন অনেক কোমল হয় । মুখের ময়লা পরিষ্কার করতে মধু খুব ভালো সাহায্য করে । অনেকে মধুর সাথে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে ব্যাবহার করে । এতে ত্বক উজ্জ্বল , কোমল , দাগহীন হয় । ত্বকের যত্নে মধুর ফেসিয়ালের উপকারিতা অনেক ।
অনেকে পার্লারে গিয়ে কেমিক্যাল যুক্ত পণ্য ব্যাবহার করতে চান না । তাই যারা বাসায় বসে ত্বকের ফেসিয়াল করতে চান তাদের জন্য মধুর ফেসিয়াল খুবই উপকারী । প্রাকৃতিক ভাবে অনেক উপাদান দিয়ে ফেসিয়াল করা যায় । এর মধ্যে অন্যতম হলো মধুর ফেসিয়াল ।
চলুন কিভাবে ঘরোয়া ভাবে মধুর ফেসিয়াল করা যায় দেখে নেই । খুব সহজ উপায়ে নিজে নিজে বাসায় এই ফেসিয়াল করতে পারেন । তাহলে , চলুন খুব সহজ উপায়ে কিভাবে মধুর ঘরোয়া ফেসিয়াল করে নেওয়া যায় ।
কিভাবে মধুর ফেসিয়ালটি করবেন ধাপে ধাপে বলা হলো ।
মধু দিয়ে ঘরোয়া ফেসিয়াল করার নিয়ম ধাপ ১ :
মধুর ফেসিয়ালের সর্বপ্রথম ধাপ হলো ফেস পরিষ্কার করা । এর জন্য যা যা উপাদান লাগবে তা হলো :-
১। মধু ১ চা চামচ
২। কাঁচা দুধ ১ চা চামচ
উপাদান দুটি ভালোভাবে মিক্স করে নিন । এবার পুরা ফেস এ মিশ্রণটি লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিন । এবার একটা তুলার সাহায্যে মুখ মুছে নিন । মুখ মুছার পর খেয়াল করবেন মুখে ময়লা অনেক উঠে আসছে তুলার সাথে ।
============
============
মধু দিয়ে ঘরোয়া ফেসিয়াল করার নিয়ম ধাপ ২ :
মধুর ফেসিয়ালের দ্বিতীয় ধাপ হলো স্ক্রাব করা এর জন্য যা যা উপাদান লাগবে :-
১। মধু ১ চা চামচ
২। কফি পাউডার ১ চামচ
উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । মিক্স করার পর যদি মনে হয় মিক্স করে মধু ও কফি পাউডার অনেকটা শক্ত হয়ে আছে , তাহলে এতে ১ চামচ পানি মিক্স করে নিবেন ।
এবার মাস্কটি মুখে লাগিয়ে নিন । এবার মাস্কটি ভালোভাবে ম্যাসাজ করে নিন ফেস এ । এতে করে মুখে বাকি ময়লা ও মরা চামড়া , ব্ল্যাক হেডস , হোয়াইট হেডস উঠে যাবে ।
মাস্কটি কমপক্ষে ৫-১০ মিনিট ধরে ম্যাসাজ করবেন । এবার একটা তোয়ালে হালকা ভিজিয়ে পানি নেড়ে মুখ মুছে ফেলুন ।
মধু দিয়ে ঘরোয়া ফেসিয়াল করার নিয়ম ধাপ ৩ :
মধুর ফেসিয়ালের তৃতীয় ধাপ হল ফেস ক্রিম । যা যা লাগবে মাস্কটি বানাতে :-
১। মধু ১ চা চামচ
২। অ্যালোভেরা জেল ১ চা চামচ
৩। ভিটামিন ই ক্যাপসুল ১ টা
৪। টক দই ১ চা চামচ
উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে গরম পানির ভাপ নিয়ে নিন । সরাসরি গরম পানির ভাপ নিতে না চাইলে একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিন ।
এবার তোয়ালে থেকে পানি ঝড়িয়ে তোয়ালেটি মুখের উপর মেলে দিন । এমন ভাবে দুই থেকে তিন বার করবেন । গরম পানির ভাপ নেওয়া শেষ হয়ে গেলে বানানো ক্রিমটি মুখে লাগিয়ে ম্যাসাজ করুন ।
মুখের সাথে সাথে গলায়ও ক্রিমটি লাগিয়ে ম্যাসাজ করবেন । ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত ফেস ম্যাসাজ করবেন । এবার ভেজা তোয়ালের সাহায্যে মুখ মুছে নিবেন । এই প্যাকটি ব্যাবহারে ফেস এর ড্রাই ভাবটা দুর হবে ।
মধু দিয়ে ঘরোয়া ফেসিয়াল করার নিয়ম ধাপ ৪ :
মুখে মধু ব্যবহারে ত্বকের উপকারিতা
মধুর ফেসিয়ালে চতুর্থ ও শেষ ধাপ হল ফেস প্যাক । ফেস প্যাকটি বানাতে যা যা উপাদান লাগবে :
১। মধু ১ চা চামচ
২। বেসন ১ চা চামচ
৩। হলুদ ১/২ চা চামচ
৪। কাঁচা দুধ ২ চা চামচ
উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিন প্যাকটি । সাথে গলায়ও লাগিয়ে নিবেন । এতে করে ফেস এর সাথে গলার উজ্জ্বলতা একই থাকবে । ফেস প্যাকটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন ।
শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন বা তোয়ালে ভিজিয়ে মুখ মুছে ফেলুন । ফেসিয়াল শেষ হবার পর খেয়াল করবেন ফেস আগে থেকে অনেক কোমল ও উজ্জ্বল দেখাচ্ছে । ফেস দেখতে অনেক ন্যাচারাল লাগবে ।
এখন আমরা আলোচনা করবো মুখে মধু ব্যবহারে ত্বকের উপকারিতা সম্পর্কে।
==========
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন
==========
মুখে মধু ব্যবহারে ত্বকের উপকারিতা :
1. মধু ব্যাবহারে মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধি পায় ।
2. মধু ত্বকের রং ও ত্বক সুন্দর করে ।
3. ত্বকের ভাজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে ।
4. ত্বকের কালো দাগ , ছোপ দুর করতে সাহায্য করে ।
5. মধু ত্বকের ধুলো , ময়লা ও যেকোনো বিষাক্ত পদার্থ গুলোকে শুষে নিয়ে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে ।
6. মধু ত্বকের ব্রণ দুর করতে সাহায্য করে ।
7. মধু ত্বকের আদ্রতা বজায় রাখে ।
মধুর অপকারিতা :
যাদের মধুতে এলার্জি আছে তারা কোন ভাবেই মধু ব্যাবহার করবেন না । এতে করে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ।