Beauty Tips

মসুর ডাল ও আলু দিয়ে রূপচর্চা । প্রাকৃতিকভাবে সুন্দর মুখ পরিষ্কার রাখার উপায়

মসুর ডাল ও আলু দিয়ে রূপচর্চা

আজকে আমরা জানবো মসুর ডাল ও আলু দিয়ে রূপচর্চা ও স্থায়ীভাবে প্রাকৃতিকভাবে সুন্দর মুখ পরিষ্কার রাখার উপায় সম্পর্কে । রূপ চর্চায় ঘরোয়া পদ্ধতি খুব বেড়ে গেছে । মানুষ এখন আর বাহিরের প্রসাধনি সামগ্রী লাগাতে চায়না । কারণ এতে খরচ বেশি । তাছারা ভেজাল তো আছেই ।

বাসায় থাকে প্রায় কিছু প্রাকৃতিক জিনিস দিয়েই বানিয়ে নিতে পারেন ফেস প্যাক । রূপ চর্চায় বিভিন্ন জিনিস ব্যাবহার হয়ে থাকে । আসুন কিছু উপাদান দিয়ে বানিয়ে নেওয়া যাক ফেস প্যাক ।

প্রাকৃতিকভাবে সুন্দর মুখ পরিষ্কার রাখার উপায়

মসুর ডাল ও আলু দিয়ে রূপচর্চা. প্রাকৃতিকভাবে সুন্দর মুখ পরিষ্কার রাখার উপায়

এই প্যাক গুলো আপনার ফেস উজ্জ্বল করবে , দাগমুক্ত করবে ও ত্বককে মসৃণ করবে । আজকে আলু ও মসুর ডালের কিছু ফেস প্যাকের কথা লিখবো । আসুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে এই ফেস প্যাক গুলো তৈরি করবেন ।

আলু দিয়ে রূপচর্চা

আলু দিয়ে রূপচর্চা ফেস প্যাক ১ :

আলু দিয়ে রূপচর্চা

আলুর ফেস প্যাক বানাতে যা যা লাগবে :

আলুর ফেস প্যাক :
উপাদান :

১। আলুর রস ২ চা চামচ
২। মুলতানি মাটি ১ চা চামচ
৩। গোলাপ জল ২ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

এই প্যাকটি ব্যাবহারে ফেস এর দাগ চলে যাবে । ফেস কোমল ও উজ্জ্বল হবে । সপ্তাহে ৩-৪ দিন এই প্যাকটি ব্যাবহার করবেন ।

============

============

আলু দিয়ে রূপচর্চা ফেস প্যাক ২ :
উপাদান :

১। আলুর রস ২ চা চামচ
২। চালের গুড়া ১ চা চামচ
৩। মধু ১ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

এই প্যাকটি ব্যাবহারে মুখের ছোপ ছোপ দাগ গুলো দুর হবে এবং মুখের উজ্জ্বলতা বাড়বে । ভালো ফলাফলের জন্য ২-৩ দিন এই প্যাকটি ব্যবহার করুন ।

প্রাকৃতিকভাবে সুন্দর মুখ পরিষ্কার রাখার উপায়

আলু দিয়ে রূপচর্চা ফেস প্যাক ৩ :

প্রাকৃতিকভাবে সুন্দর মুখ পরিষ্কার রাখার উপায়
উপাদান :

১। আলুর রস ২ চা চামচ
২। টমেটোর রস ২ চা চামচ
৩। বেসন ১ চা চামচ

উপাদন গুলো ভালভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন । ২০-২৫ মিনিট হলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

এই প্যাকটি ব্যাবহারে মুখের দাগ কমবে । মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে । সপ্তাহে ২-৩ দিন এই প্যাকটি ব্যাবহার করতে পারেন ।

আলু দিয়ে রূপচর্চা ফেস প্যাক ৪ :

উপাদান :

১। আলুর রস ২ চা চামচ
২। নিম পাতার রস ১ চা চামচ
৩। গোলাপ জল ১ চা চামচ

উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । এবার মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন । এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি ব্যাবহারে মুখের দাগ , ব্রণ এর দাগ কমবে ।

ব্রণ উঠা বন্ধ হবে । যাদের মুখে এলারজি আছে তাদের নিম পাতার ব্যাবহারে কমে যাবে । এই প্যাকটি সপ্তাহে ৩-৪ দিন বা চাইলে প্রতিদিন ব্যাবহার করতে পারেন ।

প্রাকৃতিকভাবে সুন্দর মুখ পরিষ্কার রাখার উপায়

মসুর ডাল দিয়ে রূপচর্চা

মসুর ডাল দিয়ে রূপচর্চা

মসুর ডাল ফেস প্যাক ১ :
উপাদান :

১। মসুর ডাল ১ চা চামচ
২। চাল ১ চা চামচ
৩। টমেটোর রস ২ চা চামচ
৪। টক দই ১ চা চামচ
৫। হলুদের গুড়া ১/২ চা চামচ

মসুর ডাল ও চাল একটি বেলেন্ডারে দিয়ে গুড়া করে নিতে হবে । এবার সবগুলো উপাদান একটা ছোট বাটিতে নিয়ে মিক্স করে নিতে হবে । এবার প্যাকটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত ম্যাসাজ করুন ।

ম্যাসাজ করা শেষ হলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি ব্যাবহারে ফেস উজ্জ্বল ও কোমল হবে । সপ্তাহে ২-৩ দিন এই প্যাকটি ব্যাবহার করুন ।

=============

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন

=============

মসুর ডাল দিয়ে রূপচর্চা ফেস প্যাক ২ :
উপাদান :

১। মসুর ডাল ১ চা চামচ
২। মুলতানি মাটি ১ চা চামচ
৩। কাঁচা দুধ ২ চা চামচ

প্রথমে মসুর ডাল গুলো বেলেন্ডারে গুড়া করে নিন । এবার উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

এই প্যাকটি ব্যাবহারে ফেস এ কালো দাগ দুর হবে । উজ্জ্বল হবে । এই প্যাকটি সপ্তাহে ২-৩ দিন ব্যাবহার করবেন ।

মসুর ডাল দিয়ে রূপচর্চা ফেস প্যাক ৩ :

মসুর ডাল ও আলু দিয়ে রূপচর্চা
উপাদান :

১। মসুর ডাল ১ চা চামচ
২। টক দই ২ চা চামচ

প্রথমে মসুর ডাল গুড়া করে নিন । এবার মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন । এবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

যাদের ফেস অনেক ড্রাই তারা এই প্যাকটি ব্যাবহার করতে পারেন । এই প্যাকটি সপ্তাহে ২-৩ দিন ব্যাবহার করতে পারেন ।

মসুর ডাল দিয়ে রূপচর্চা ফেস প্যাক ৪ :

উপাদান :

১। মসুর ডাল ১ চা চামচ
২। হলুদের গুড়া ১/২ চা চামচ
৩। বেসন ১ চা চামচ
৪। গোলাপ জল ২ চা চামচ

প্রথমে ডালগুলো গুড়া করে নিবেন । এবার উপাদান গুলো ভালোভাবে মিক্স করে নিন । মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

এই প্যাকটি ব্যাবহারে ফেস উজ্জ্বল হবে । মুখের কালো দাগ কমবে ও মুখ ফর্সা হবে । এই প্যাকটি সপ্তাহে ২-৩ দিন ব্যাবহার করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page