Drinks

লেবুর শরবত রেসিপি । লেবু জিরার , লেবু পুদিনা , লেবু মসলার শরবত রেসিপি

আজকে আমরা জানবো লেবুর শরবত রেসিপি সম্পর্কে । বিভিন্ন ধরনের লেবুর শরবত বানানোর রেসিপি যেমন : লেবু জিরার শরবত রেসিপি , লেবু পুদিনা শরবত রেসিপি , লেবু মসলার শরবত রেসিপি সম্পর্কে ।

শুরু হয়ে গেলো গরম কাল । এই গরমে সারাদিন কাজ করে বা বাহির থেকে ঘরে এসে কার না মন চাইবে ঠাণ্ডা ঠাণ্ডা পানীয় খেতে । খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারেন লেবুর শরবত । লেবুর শরবত পানি শুন্যতা পূরণ করে । শরীরের ক্লান্তিভাব দুর করে । ছোট বড় রোগ প্রতিরোধ করে ।

লেবুর শরবত রেসিপি । লেবু জিরার , লেবু পুদিনা , লেবু মসলার শরবত রেসিপি

লেবুতে আছে ভিটামিন সি , পটাশিয়াম , ক্যালসিয়াম , ফসফরাস , ম্যাগনেসিয়াম । তাহলে আসুন দেখে নেওয়া যাক , কীভাবে কয়েক রকম লেবুর শরবত বানানো যায় তার রেসিপি । ঝটপট দেখে নেই লেবুর শরবত তৈরির রেসিপি , লেবু জিরার শরবত রেসিপি , লেবু পুদিনা শরবত রেসিপি , লেবু মসলার শরবত রেসিপি ।

রেসিপি ১ : লেবুর শরবত বানানোর রেসিপি

আমাদের আজকের প্রথম রেসিপি হলো লেবুর শরবত রেসিপি । কীভাবে আপনি অতি সহজে বাসায় লেবুর শরবত তৈরি করবেন তা আলোচনা করা হলো ।

লেবুর শরবত রেসিপি এর উপকরণ :

১। লেবুর রস ১ টেবিল চামচ
২। চিনি ২ টেবিল চামচ
৩। বিট লবণ ১/৪ চা চামচ
৪। লবণ ১/৪ চা চামচ
৫। বরফ কুঁচি ২ চা চামচ

লেবুর শরবত তৈরির রেসিপি ও প্রস্তূত প্রণালী :

একটি পাত্রে লেবুর রস , চিনি , লবণ , বিট লবণ ও বরফ কুঁচি দিয়ে দিন । এবার এতে পানি দিয়ে দিন । একটা চামচের সাহায্যে নেড়ে উপকরণ গুলো মিক্স করে নিন । ব্যাস হয়ে গেলো লেবুর শরবত । এটি হলো অতি সহজ লেবুর শরবত বানানোর রেসিপি ।

==========

==========

রেসিপি ২ : লেবু জিরার শরবত রেসিপি

আমাদের আজকের দ্বিতীয় রেসিপি হলো লেবু জিরার শরবত রেসিপি । কীভাবে আপনি অতি সহজে বাসায় লেবু জিরার শরবত তৈরি করবেন তা আলোচনা করা হলো ।

লেবু জিরার শরবত রেসিপি এর উপকরণ :

১। লেবুর রস ১ টেবিল চামচ লেবু জিরার শরবত রেসিপি or লেবু জিরার শরবত রেসিপি
২। জিরা গুড়া ১/২ চা চামচ লেবু জিরার শরবত রেসিপি and লেবু জিরার শরবত রেসিপি
৩। বিট লবণ ১/৪ চা চামচ লেবু জিরার শরবত রেসিপি & লেবু জিরার শরবত রেসিপি
৪। লবণ ১/৪ চা চামচ
৫। বরফ কুচি ২ চা চামচ

লেবু জিরার শরবত রেসিপি ও প্রস্তূত প্রণালী :

একটি পাত্রে লেবুর রস , জিরা গুড়া , বিট লবণ , লবণ ও ররফ কুচি দিয়ে দিবেন । এবার এতে পানি দিয়ে দিন । একটি চামচের সাহায্যে নেড়ে উপকরণগুলো মিক্স করে নিন । ব্যাস হয়ে গেলো লেবু জিরার শরবত । এটি হলো অতি সহজ লেবু জিরার শরবত রেসিপি ।

রেসিপি ৩ : লেবু পুদিনা শরবত রেসিপি :

আমাদের আজকের তৃতীয় রেসিপি হলো লেবু পুদিনা শরবত রেসিপি । কীভাবে আপনি অতি সহজে বাসায় লেবু পুদিনা শরবত তৈরি করবেন তা আলোচনা করা হলো ।

2 লেবুর শরবত রেসিপি । লেবু জিরার , লেবু পুদিনা , লেবু মসলার শরবত রেসিপি

লেবু পুদিনা শরবত রেসিপি এর উপকরণ :

১। লেবুর রস ১ টেবিল চামচ লেবু পুদিনা শরবত রেসিপি বা লেবু পুদিনা শরবত রেসিপি
২। পুদিনা পাতা পেস্ট ১ চা চামচ লেবু পুদিনা শরবত রেসিপি বা লেবু পুদিনা শরবত রেসিপি
৩। বিট লবণ ১/৪ চা চামচ লেবু পুদিনা শরবত রেসিপি বা লেবু পুদিনা শরবত রেসিপি
৪। লবণ ১/৪ চা চামচ
৫। বরফ কুচি ২ চা চামচ

লেবু পুদিনা শরবত রেসিপি ও প্রস্তূত প্রণালী :

একটি পাত্রে লেবুর রস , পুদিনা পাতা পেস্ট , বিট লবণ , লবণ ও বরফ কুচি দিয়ে দিবেন । এবার এতে পানি দিয়ে দিন । একটি চামচের সাহায্যে নেড়ে উপকরণ গুলো ভালোভাবে মিক্স করে নিন । ব্যাস হয়ে গেলো সুস্বাদু লেবু পুদিনা শরবত । এটি হলো অতি সহজ লেবু পুদিনা শরবত রেসিপি ।

রেসিপি ৪ : লেবু মসলার শরবত রেসিপি

আমাদের আজকের শেষ রেসিপি হলো লেবু মসলার শরবত রেসিপি । কীভাবে আপনি অতি সহজে বাসায় লেবু মসলার শরবত তৈরি করবেন তা আলোচনা করা হলো ।

লেবুর শরবত রেসিপি উপকরণ প্রস্তূত প্রণালী ও পরিবেশন

লেবু মসলার শরবত রেসিপি এর উপকরণ :

১। লেবুর রস ১ টেবিল চামচ লেবু মসলার শরবত রেসিপি বা লেবু মসলার শরবত রেসিপি
২। জিরা গুড়া ১/২ চা চামচ লেবু মসলার শরবত রেসিপি এবং লেবু মসলার শরবত রেসিপি
৩। গোলমরিচ গুড়া ১/২ চা চামচ লেবু মসলার শরবত রেসিপি অর লেবু মসলার শরবত রেসিপি
৪। বিট লবণ ১/৪ চা চামচ
৫। লবণ ১/৪ চা চামচ
৬। পুদিনা পাতা পেস্ট ১/৪ চা চামচ
৭। বরফ কুচি ২ চা চামচ

লেবু মসলার শরবত রেসিপি ও প্রস্তূত প্রণালী :

একটি পাত্রে লেবুর রস , জিরা গুড়া , গোল মরিচ গুড়া , বিট লবণ , লবণ , পুদিনা পাতা পেস্ট ও বরফ কুচি দিয়ে দিন । এবার এতে পানি দিয়ে দিন । একটি চামচের সাহায্যে নেড়ে উপকরণ গুলো ভালোভাবে মিক্স করে নিন । ব্যাস হয়ে গেলো লেবু মসলার শরবত ।

শরবত  পরিবেশন :

বানানো শরবত গুলো একটি গ্লাসে ঢেলে নিবেন । উপর থেকে লেবু গোল গোল করে কেটে সাজিয়ে দিবেন । যদি খুব বেশি ঠাণ্ডা শরবত খেতে চান । তাহলে ফ্রিজে ১/২ ঘণ্টা রেখে পরিবেশন করবেন ।

এভাবেই সহজেই বাসায় তৈরি করে নিন লেবুর শরবত বানানোর রেসিপি , লেবু জিরার শরবত রেসিপি , লেবু পুদিনা শরবত রেসিপি , লেবু মসলার শরবত রেসিপি ।

এইগুলো হলো অতি সহজভাবে বাসায় তৈরি লেবুর শরবত রেসিপি , লেবু জিরার শরবত রেসিপি , লেবু পুদিনা শরবত রেসিপি , লেবু মসলার শরবত রেসিপি ।

নিত্য নতুন টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে এ লাইক দিয়ে সাথে থাকুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page